সকল মেনু

সুন্দরবনের পশুর নদী থেকে ৩৫ জেলেকে অপহরণ

sundarban_12209বাগেরহাট ॥ হটনিউজ২৪বিডি.কম : বাগেরহাটের মংলায় সুন্দরবনের পশুর নদী থেকে ৩৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। আজ শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে। পরে জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে।

মহাজন ও জেলেদের সূত্রে জানা গেছে, ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায় দস্যুরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, অপহরণের বিষয়ে খোঁজ-খবর ও তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top