সকল মেনু

ব্যাংকের টাকা লোপাটকারীদের ছাড় দেয়া হবে না: দুদক চেয়ারম্যান

18নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ মে :  ব্যাংক থেকে জনগণের টাকা লোপাটকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি ব্যাংক থেকে যারা টাকা লোপাট করেছে তাদের রেহাই দেয়া হবে না। তা সে যে-ই হোক না কেন।’

তিনি বলেন, ব্যাংকে রাখা জনগণের আমানতের খেয়ানতকারীদের আমরা রেহাই দিব না। দুদক আজকে আপনাদের এ নিশ্চয়তা দিতে চায়।

ঋণ জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় সম্প্রতি একটি মামলায় ব্যাংকটির সাবেক এক কর্মকর্তাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখনও বিচারাধীন রয়েছেন ডজনখানেকের বেশি মামলা।

তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সহযোগিতা না পেলে আমরা এক কদমও এগোতে পারব না। আপনারাই আমাদের জানাবেন কে কোন ক্ষমতাবলে জনগণের টাকা ব্যাংক থেকে লোপাট করেছে।’

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top