সকল মেনু

বিশিষ্ট আইনজীবী এম জহির আর নেই

M-Zahir20130710233853স্টাফ করেসপন্ডেন্ট হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এম জহির আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ব্যাংককের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।ব্যাংকক থেকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ড. এম জহিরের ছেলে শামস মুনীর।ড. এম জহির অ্যাসোসিয়েটসের আইনজীবী তামজিদা মিলা হটনিউজকে জানান, ড. জহির বোনম্যারো ক্যান্সারে ভুগছিলেন। গত ২৭ জুন তাকে ব্যাংকক নেওয়া হয়।ড. জহিরের সহকারী আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী জানান, শুক্রবার দুপুর ১২টায় মরদেহ আসবে। আড়াইটায় সুপ্রিম কোর্টে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বনানী কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে কলকাতার ভবানীপুরে জন্ম নেওয়া ড. জহির ছিলেন সংবিধান ও কোম্পানি আইন বিশেষজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ, এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৬ সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি কোম্পানি আইনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। প্রায় ২০ বছর তিনি কোম্পানি আইনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৭৪-৭৫ সালে তিনি অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেল অফিসের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

ড. জহিরের পিতা মুহাম্মদ আসির ঢাকা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি ১৯৫৬ সালে বিচারক হিসেবে যোগ দিয়ে ১৯৬২ সালে অবসর নেন।
ড. জহির আহসানিয়া মিশনের সঙ্গেও জড়িত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top