সকল মেনু

ঈদের আগে জুনের বেতন দেওয়ার নির্দেশ

Garments1463911789নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ঈদের আগেই দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

রোববার সচিবালয়ে পোশাক শ্রমিক সংক্রান্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

১৫ থেকে ২১ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা দিতে মালিকপক্ষকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের সময় শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিলে অনেকটা যানজট এড়ানো সম্ভব। আর জরুরি প্রয়োজন ছাড়া ঈদের ছুটির তিন দিন গার্মেন্টস খোলা না রাখার অনুরোধও জানাচ্ছি।’

রমজান মাসে শ্রমিক ছাঁটাই না করতেও মালিকদের প্রতি অনুরোধ জানান মজিবুল হক চুন্নু। সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top