মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরে সড়ক দুর্ঘটনায় সোরাব আলী আকন্দ (৭০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা দিকে প্রতিদিনের মতো রিক্সায় দুইজন যাত্রী নিয়ে হয়বতপুর থেকে নাটোরে আসার পথে একটি খালী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে রিক্সা চালক সোরাব আলী মারাত্মকভাবে আহত হলেও যাত্রী দুইজন ছিকটে রাস্তার ধারে পড়ে গেলেও তাদের কিছু হয়নি। খবর পেয়ে নাটোর ফায়াস সার্ভিস কর্মীরা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি খাদে পড়ে থাকলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। রিক্সা চালক সোরাব আলী নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত আব্দুল গনি আকন্দের ছেলে।