সকল মেনু

হত্যার হুমকি দেয়া হয়েছে শিক্ষক শ্যামল কান্তিকে

shamol1463884965

হটনিউজ২৪বিডি.কম : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিনি বিভাগে গিয়ে তাকে হত্যা করা হবে বলে শুক্রবার রাতে ফেসবুকে এ হুমকি দেওয়া হয়।‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের ওই ফেসবুক পেজে তন্ময় কর্মকার নামের এক ব্যক্তি শ্যামল কান্তি ভক্তের নাম উল্লেখ করে আরো বলেন, ‘প্রয়োজনে তাকে ওই ওয়ার্ডে গিয়ে হত্যা করা হবে।’

ফেসবুকের পোস্টে বলা হয়, ঢাকা মেডিক্যালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে গিয়ে শ্যামল কান্তিকে হত্যা করা হবে। একই সঙ্গে তার মুত্যু কীভাবে নিশ্চিত করা হবে তার নানা কৌশলও উল্লেখ করা হয়। তার মাথার পেছন, ঘাড় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করা হবে বলে ফেসবুকে বলা হয়।

শনিবার রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই হাসপাতালে নিরাপত্তা বাড়ায় শাহবাগ থানা পুলিশ। ডাক্তার-নার্স ও পরিবারের সদস্যদের ছাড়া অপরিচিত কাউকেই শ্যামল কান্তির ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার ওয়ার্ডের বাইরে শাহবাগ থানার তিন পুলিশ সদস্য অবস্থান করছেন।

শনিবার রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক হটনিউজ২৪বিডি.কমকে বলেন, হাসপাতালে শিক্ষক শ্যামল কান্তির জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাক্তার-নার্সদের শনাক্ত করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওই স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরিয়ে ওঠবস করানো হয়।
দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই ১৭ মে ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।

শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৮ মে রুল জারি করেন হাইকোর্ট। এর পরদিন ১৯ মে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বহাল রেখে স্কুল পরিচালনা পর্যদকে বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাউশির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top