সকল মেনু

নাট্য নিকেতন নাট্য উৎসবের ৭ম দিনে নাট্যবেদ,ঢাকার ‘কমলাকান্ত’ মঞ্চায়িত

12182692_10208397188869989_9011673651603169718_o সিরাজগঞ্জ প্রতিনিধি : শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা এই শোল্গাগন কে সামনে রেখে সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন তার একযুগ পূর্তি উপলক্ষে পালন করছে ৮দিন ব্যাপি নাট্য নিকেতন নাট্য উৎসব ২০১৬। উৎসবের ৭ম দিন নাট্যবেদ ঢাকা, মঞ্চায়ন বঙ্কিমচন্দ্র চট্যোপধ্যাযের কমলানাকান্ত উপন্যাস অবলম্বনে নাটক কমলাকান্ত,নাট্যরুপ নাসরিন মুস্তফা ।

নির্দেশনায় গোলাম সারোয়ার। নাটক শুরুর পুর্বে নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সদর উপজেলার নির্বাহী অফিসার মিঃব্রেনজন চাম্বুগং,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এবং নাট্যকার,নাট্য নির্দেশক ও আবৃত্তিকার যুদ্ধাহত মৃুক্তিযোদ্ধা টি এম মোয়াজ্জেম হোসেন। অভিনয় শিল্পীদের প্রানবন্ত অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

নাটক শেষে নাট্যবেদের সভাপতি স¤্রাট ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সিরাজগঞ্জের সদর উপজেলার নির্বাহী অফিসার মিঃব্রেনজন চাম্বুগং, নাট্যবেদের সাধারন সম্পাদক নুরুল ইসলাম টিপুর হাতে উৎসব স্মারক তুলে দেন দূর্বার নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক রফি খন্দকার। নাট্যবেদের প্রচার সম্পাদক মোস্তাফিজুরের হাতে উৎসব টি শাট তুলে দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা টি এম মোয়াজ্জেম হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top