সকল মেনু

এটিএম কার্ড জালিয়াতি, টাকা উত্তোলনের সময় চীনা নাগরিক আটক

১০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ মে : রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি এটিএম বুথ থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের সময় এক চীনা নাগরিককে আটক করেছে র্যা ব। তার নাম জিয়ান জেং হু (৪৭)।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথে এ ঘটনা ঘটে।

প্রাইম ব্যাংকের কার্ড ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল হক জানান, ওই চীনা নাগরিক দুটি কার্ড দিয়ে ৬৬ হাজার টাকা উত্তোলন করেন। একটি কার্ড দিয়ে ৬৫ হাজার ও অপর কার্ড দিয়ে এক হাজার টাকা তুলেন একটি বিদেশি ব্যাংকের একাউন্টে বিপরীতে। বিষয়টি নিরাপত্তা প্রহরীর সন্দেহ হলে তাকে আটক করে প্রাইম ব্যাংকের প্রধান অফিসে খবর দেন। এরপরই তাকে র্যা বের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই চীনা নাগরিক ক্লোন কার্ড ব্যবহার করে এ টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

নিউ মার্কেট থানার ওসি জানান, ওই চীনা নাগরিক বুথ থেকে ৬৬ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় বুথের নিরাপত্তা প্রহরীর সন্দেহ হলে তাকে আটক করেন।

কার্ড জালিয়াতিতে কোনো রকম যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top