সকল মেনু

লাঞ্ছিত ওই শিক্ষককে পুনর্বহাল করা উচিত: ১৪ দল

৪৮নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ মে : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া শ্যামল কান্তি ভক্তের পুনর্বহাল চেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। তাকে পুনর্বহাল করা উচিত মন্তব্য করে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যে ব্যক্তির ওপর অন্যায় করা হলো, অপদস্থ করা হলো, তাঁর আবার চাকরি চলে গেল! এটা আরও অন্যায় করা হয়েছে। আমরা মনে করি, তাঁকে পুনর্বহাল করা উচিত।’

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘কেউ অপরাধ করলে আইন তো আছে। কিন্তু একজন সংসদ সদস্য প্রকাশ্যে যে কাজটি করেছেন, এটা ক্ষমাহীন অপরাধ। ১৪ দল মনে করে, এর সঙ্গে যে-ই জড়িত হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকের প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিএনপির একজন তথাকথিত নেতা বিদেশে বসে মোসাদের মতো ইতিহাসের জঘন্যতম একটি কুখ্যাত গোয়েন্দা বাহিনীর সঙ্গে নির্বাচিত সরকারকে উত্খাতে বৈঠক করেছেন। এতে সমগ্র বাংলাদেশের মানুষ বিস্মিত হয়েছে, মর্মাহত হয়েছে। ইসরায়েল লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে, করে যাচ্ছে। সেই ইসরায়েল আজকের দুনিয়ায় একটি জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top