সকল মেনু

পাবনার ‘শাইলক এ্যান্ড সিকো ফ্যান্টস ’ মঞ্চায়িত

43940754-6a9f-42c0-8b7d-f66745148c2fসিরাজগঞ্জ প্রতিনিধি: শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা এই শোল্গাগন কে সামনে রেখে সিরাজগঞ্জের অনত্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন তার একযুগ পূর্তি উপলক্ষে পালন করছে ৮দিন ব্যাপি নাট্য নিকেতন নাট্য উৎসব ২০১৬। উৎসবের চতুর্থ দিন সিরাজগঞ্জ পাবনা ড্রামা সার্কেল মঞ্চায়ন করে শাহযাদ ফিরদাউসের সাইলকের বানিজ্য বিস্তার উপন্যাস অবলম্বনে নাটক শাইলক এ্যান্ড সিকো ফ্যান্টস । নাট্য রুপ হাসান শাহরিয়ার ,নির্দেশনায় দোলন আজিজ। নাটক শুরুর পুর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি,সিরাজগঞ্জ জেলা উদীচীর সাধারন সম্পাদক মঈনুল ইসলাম লিমন। অভিনয় শিল্পীদের প্রানবন্ত অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
নাটকে দেখানো হয়েছ্ েএকটি চলন্ত ট্রেনের কামরায় ভিনদেশি এক ব্যবসায়রি সাথে দেখা হয় দেশীয় এক ব্যবসায়ীর। দেশীয় ব্যবসায়ী সেকেন্দার জানতে পারে সেই বিদেশীর ব্যবসা ছরিয়ে আছে সারা বিশ্বে। কেনা বেচা করা ই তাদের প্রধান ব্যবসা। তারা সব কিছুই কিনে নিতে চায়,আ র বিক্রি করতে চায় যা মানুষের কল্পনাতে আসে। ভিনদেশী ব্যবসায়ীর নাম শাইলক যার হাতে রয়েছে পৃথিবী নিয়ন্ত্রনের ভার। তার মুল উদ্দেশ্য পৃথিবীর সমস্ত সম্পদ একজনের নিয়ন্ত্রনে থাকুক। রহস্যময় একটা ব্যবসা।
নাটক শেষে পাবনা ড্রামা র্কেল এর সৈকত আফরোজ আসাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি,নাটকের নির্দেশক দোলন আজিজের হাতে উৎসব স্মারক তুলে দেন উদীচীর সাধারন সম্পাদক মঈনুল ইসলাম লিমন, এবং সরোয়ার আজিজের হাতে উৎসব টি শাট তুলে দেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন।
আজ উৎসবের ৬ষ্ট দিনে উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদ মঞ্চায়ন করবে কামাল মাহফুহ হাদির রচনা এবং মঈনুল ইসলাম লিমনের পরিচালনায় নাটক ‘হইতে সাবধান’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top