সকল মেনু

শিল্পকলা একাডেমিতে ‘পোস্ট মাস্টার’ মঞ্চায়িত

623f7acf-a04c-4b68-9fcb-069782f50b81 সিরাজগঞ্জ প্রতিনিধি: শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা এই শোলআগন কে সামনে রেখে সিরাজগঞ্জের অনত্য তম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন তার একযুগ পূর্তি উপলক্ষেশ পালন করছে ৮দিন ব্যাপি নাট্য নিকেতন নাট্য উৎসব ২০১৬। উৎসবের তৃত্বীয় দিন সিরাজগঞ্জ ঝেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প অবলম্বনে নাটক পোস্টন মাস্টার । নাট্য রুপ রফিকুল ইসলাম ,নির্দেশনায় টি এম মোয়াজ্জেম হোসেন এবং হাফিজুর রহমান সামাদ। নাটক শুর পুর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ,সিরাজগঞ্জ পথনাটক পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,সিরাজগঞ্জ জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি সমাজ সেবক সন্তোষ কুমার কানু। জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় শিল্পীদের প্রানবন্ত অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নাটক শেষে জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের হাতে উৎসব শুভেচ্ছা স্মারক তুলে দেন বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস, নির্দেশক টি এম মোয়াজ্জেমের হাতে উৎসব স্মারক তুলে দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, এবং হীরক গুনের হাতে উৎসব টি শাট তুলে দেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিতব জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শামীমুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাব চন্দ্র বিশ্বাষ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top