সকল মেনু

মহাসেন বিধ্বস্তদের জন্য সরকারের দেয়া সাড়ে চার কোটি টাকা ফেরত গেছে

Patuakhali-Mahasenনিজস্ব সংবাদদাতা, কলাপাড়া:সময় স্বল্পতার কারণে কলাপাড়ায় মহাসেনে বিধ্বস্ত কোন পরিবার সরকারের দেয়া ক্ষতিপুরন বাবদ নগদ টাকা পায় নি। কলাপাড়া উপজেলার জন্য সরকারের উদ্যোগে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় মহাসেন বিধ্বস্তদের জন্য চার কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু ২৭ জুন এই অর্থের চেক হাতে পাওয়ায় অর্থ বছরের মাত্র তিনদিনে তালিকাভূক্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা সম্ভব হয় নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ৮ জুলাই আবার ওই চেক সরকারি কোষাগারে ফেরত জমা দেয়া হয়েছে। তার দাবি ২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম দিকে ফের এই পরিমাণ টাকা পাওয়া যাবে। তখন ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা বিতরণ করা হবে। মহাসেনে ক্ষতির শিকার ২২৩০ টি পরিবারের প্রত্যেককে ২০ হাজার করে নগদ অর্থ বিতরনের পরিকল্পনা রয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে। এদিকে মহাসেনে ক্ষতিগ্রস্ত পরিবারের নাম অন্তর্ভূক্তিতে এক শ্রেণীর জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারের দেয়া বরাদ্দের টাকা যথাসময়ে না পেয়ে কলাপাড়ায় মহাসেন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top