সকল মেনু

মালয়েশিয়ার  বাংলাদেশি ছাত্রদের সম্মেলন

b264c4c1-23d3-4166-aa8b-c3a028fefbd6 মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়াঃ মালয়েশিয়ায় আল মদিনাহ্ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয় মাহমুদুর রহমান জিসান। শুক্রবার শাহ-আলমে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজন করা হয় এ সম্মেলনের।
বাংলাদেশর শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মসুচিতে যোগদানের মাধ্যমে যোগ্য মানুষ হওয়াই এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
নব নির্বাচিত সভাপতি জিসান তার দ্বায়িত্ব পালনের জন্য সকলের দোয়া কামনা করেন এবং বাংলাদেশি ছাত্রদের স্বার্থে কাজে নিজের সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশি স্টুডেন্ট এ্যাফেয়ার্সের এইস.এম. জসিম উদ্দিন চাঁদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশি ছাত্রদের এ কমিউনিটি মালয়েশিয়ার সকল কলেজ ও ইউনিভার্সিটিতে ছড়িয়ে দিতে হবে। যাতে তারা নিজেদের মধ্যকার প্রতিভা বিকাশের সুযোগ পায়। ভবিষ্যতে ছাত্রদের সকল আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও জানান তিনি।
বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির এ্যাডভাইজর শেখ আহম্মদ ফাহাদ বলেন, আল মদিনার এ উদ্যোগ বাংলাদেশি ছাত্রদের ভ্রাতৃত্বের মাইল ফলক হয়ে থাকবে। এ কমিউনিটির মাধ্যমে বাংলাদেশি ছাত্ররা তাদের মেধা বিকাশের পাশাপাশি সংস্কৃতির বিকাশসহ আরো বেশি গঠনমূলক কাজে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।
মালেশিয়ার অন্যসকল শিক্ষা প্রতিষ্ঠানেও বাংলাদেশি ছাত্রদের একিভুত করতে ও তাদের কমিউনিটি গঠনে এ কমিউনিটি সবার কাছে রোল মডেল হয়ে থাকবে বলেও জানান তিনি।
সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিইও অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ড. আলহাজ্জ ওয়ান সুলাইমান বিন ওয়ান ইউসুফ, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ড. ইউসুফ আবু বাকের এল ইবারি, ডিন অফ এডমিশন এন্ড রেজিস্ট্রেশন ড. ডিকুরে আব্দুউ সামাদ, বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির এ্যাডভাইজর শেখ আহম্মদ ফাহাদ ও বাংলাদেশী স্টুডেন্ট এ্যাফেয়ার্সের এইচ.এম. জসিম উদ্দিন চাঁদ, স্টুডেন্টস একটিভিটিস অফিসার সৈয়দ মাহবুবুল আলম আল-হাসানি, এডমিশন এন্ড রেজিস্ট্রেশন পোস্টগ্রাজুয়েটের ফখরুল ইসলাম, স্টুডেন্ট রিপ্রেনজেটিভ কাউন্সিলের সকল সদস্য, সাংবাদিক এবং দেশিবিদেশি অতিথিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top