সকল মেনু

মেট্রোরেল নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন জুনে

Metro_Rail1463134034নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ডিপোর কাজ শুরু হয়েছে। তবে এ বড় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই। আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শুক্রবার উত্তরায় তৃতীয় পর্বে মেট্রোরেলের ডিপোর নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, মেট্রোরেলের ফিজিক্যাল কাজ শুরু হয়েছে। প্রকল্পটি সরকারের ফার্স্ট ট্র্যাক প্রকল্প হওয়ায় আমরা একটি ভালো ওপেনিং করতে চাই। পুরো প্রকল্পের সামারি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আগামী জুন মাসের একটা সময়ে তিনি মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি জানান, মেট্রোরেল নির্মাণের যে শিডিউল তা থেকে একটুও পিছিয়ে নেই সরকার। ২০১৯ সালে প্রথম ধাপে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ হয়ে শেষ হবে। পরের কয়েক মাসের মধ্যে শুরু হবে শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ। ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাইকা দেবে সাড়ে ১৬ হাজার কোটি টাকা। বাকিটার যোগান দেবে সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top