সকল মেনু

শিক্ষক হত্যা, রাবিতে যাচ্ছেন ৪ মন্ত্রী

২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ মে : শিক্ষকদের দাবির মুখে শনিবার মতিহারের সবুজ চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পরদিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যাবেন। বুধবার সকাল ১০টায় অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে একথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম।

সমিতির সাধারণ সম্পাদক বলেন, শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র-শিক্ষক সামবেশ অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া ১৫মে বেলা ১২টায় সিনেট ভবনে আয়োজিত সংহতি ও মনবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, মামলার অগ্রগতি জানতে চাইলে প্রশাসন বলে, কাজ চলছে বা তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। তবে কি কাজ চলছে তা আমরা বুঝতে পারছি না। অন্যান্য হত্যাকাণ্ডের মতো এই মামলাও অন্ধকারে তলিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন বিকালে ঐ শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে। এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও যুবক খায়রুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তারা হত্যার কথা স্বীকার করেনি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top