সকল মেনু

শতভাগ পাস ৪ হাজার ৭৩৪ প্রতিষ্ঠানে

৪৬নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১২ মে : এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬১টি কমেছে। এবার ৫৩ স্কুলের কেউ পাস করতে পারেনি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৭টি। অপরদিকে এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৩৪টি। গত বছর ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছিলো।

গত কয়েক বছরের মতো এবারো আট বোর্ডের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহী বোর্ডে সর্বোচ্চ। এ বোর্ডের শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৮০০টি। এর পরের অবস্থানে রয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডের ৫৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এছাড়া যশোর বোর্ডে ৩৫৭, কুমিল্লা বোর্ডে ১১৯, চট্টগ্রাম বোর্ডে ৮৮, বরিশাল বোর্ডে ৭৯, সিলেট বোর্ডে ৬২ ও দিনাজপুর বোর্ডে ২৬৯টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২ হাজার ১৩৪ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। কারিগরি শিক্ষাবোর্ডে শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা ২৬৯টি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top