সকল মেনু

নিজামীর ফাঁসি, শোকাহত পাকিস্তান

৪৮নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১২ মে : সতর্ক করার পরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করেনি পাকিস্তান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর আবারো বিবৃতি দিয়েছে একাত্তরে বাংলাদেশে গণহত্যা চালানো দেশ পাকিস্তান।

নিজামীর ফাঁসি কার্যকর হওয়া পর বুধবার বাংলাদেশের সমালোচনা করে  বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালের কথিত অপরাধের দায়ে বাংলাদেশে জামায়াত ইসলামির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কর্যকর করায় পাকিস্তান গভীরভাবে শোকাহত। নিজামীর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং তার অনুসারীদের প্রতি সমবেদনা জানানো হয়। পাকিস্তানের সংবিধান ও আইনের প্রতি সমর্থনই ছিল তার (নিজামী) এক মাত্র অপরাধ।’

‘বিরোধী দলকে দমনের উদ্দেশে ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী নেতাদের হত্যা করা হচ্ছে; যা গণতন্ত্রের পুরোপুরি পরিপন্থী। বাংলাদেশের যেসব জনগণ মতিউর রহমান নিজামীকে সংসদ প্রতিনিধি নির্বাচিত করেছিলেন তাদের জন্যও তার ফাঁসি কার্যকর করাটা দুর্ভাগ্যজনক।’

এই বিবৃতির মাধ্যমে কার্যত প্রমাণ হয় পাকিস্তান এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করেনি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top