সকল মেনু

বাংলাদেশের উন্নয়নে চীন পাশে থাকবে: চীনের রাষ্ট্রদূত

৩নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ মে : চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। এই দেশের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে।

মা মিং কিয়াং মঙ্গলবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জের আটাত্তুরচর এলাকায় বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামালপুরে যমুনা নদী শাসন এবং দুর্গম চরের মানুষদের জন্য সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণে চীনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- চীনের কর্মাশিয়াল কাউন্সিলর মিষ্টার লি, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top