সকল মেনু

ঝিনাইদহ ক্যাডেট কলেজে পাশের হার শতভাগ

c4dd3553-bd3e-43a9-8d6f-1048612ca21bযশোর প্রতিনিধি: ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা স্থান অধিকার করেছে। তাদের পাশের হার শতভাগ। ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটরা হল এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম.আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, আবির,তারিক, সাকিব, কায়েস,রাব্বি, ইশমাম, জামী, ফারদিন, ত্নাজিম, শামিম, মানসিফ, অরিত্র, শ্হারিয়ার, যুহায়ের, মুরসালিন, নাদিম, জামান, সাদিক, জুবায়ের, তামিম, হায়দার, জাভেদ, রিয়াদ, আহমেদ, ইশতিয়াক, দাইয়ান, জিসান, আসমার, ওয়ালী, ফয়সাল,মাহমুদ, আশির, তৌফিক, সোহান, আহনাফ, সাদিক,মেহরার, নোমান, মাহফুজ রাফিন,মুহতাসিম, তামজিদ ও মহিবুল্লাহ। তাদের পাশের হার শতভাগ এবং যশোর বোর্ডের সেরা হয়েছে বলে তিনি আরও জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top