সকল মেনু

বাংলাদেশ গ্যালারি উদ্বোধনে শ্রীলংকা যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী

৪৯নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ মে : শ্রীলংকার ক্যান্ডি আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে স্থাপিত বাংলাদেশ গ্যালারি উদ্বোধনে কলম্বো যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবার দুপুর ১২টায় শ্রীলংকার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।

রোববার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন  বিষয়টি জানান।

তিনি জানান, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আওতায় সেদেশের রাজধানী কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠেয় সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা সরকার।

মন্ত্রীর এ সফরে বাংলাদেশ থেকে ২০ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল শ্রীলঙ্কা যাবে। প্রতিনিধি দলে দুইজন কণ্ঠশিল্পী, দশজন নৃত্যশি

ল্পী ও চারজন যন্ত্রশিল্পী এবং মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা রয়েছেন। সাংস্কৃতিক দলটি কলম্বো ও ক্যান্ডিতে দু’টি অনুষ্ঠান করবে। মন্ত্রী ১০ মে ক্যান্ডির আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে স্থাপিত বাংলাদেশ গ্যালারির উদ্বোধন করবেন।

শুক্রবার সকাল ১১টায় তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top