সকল মেনু

কুষ্টিয়ায় যারা চেয়ারম্যান হলেন

১২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি .কম ৮ মে : কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ ও ৪টিতে স্বতন্ত্র এবং কুমারখালী উপজেলার ১১টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ৪টিতে স্বতন্ত্র ও ১ টিতে বিএনপি প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন- আব্দালপুর ইউনিয়নে আলী হায়দার (স্বতন্ত্র), আইলচারা ইউনিয়নে সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আলামপুর ইউনিয়নে শেখ সিরাজ উদ্দিন ( স্বতন্ত্র), গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে দবির উদ্দিন (নৌকা), হরিনারায়ণ পুর ইউনিয়নে মহিউদ্দিন (নৌকা), পাটিকাবাড়ি ইউনিয়নে সফর উদ্দিন (নৌকা), মনোহরদিয়া ইউনিয়নে জহুরুল ইসলাম  জহির (নৌকা), বটতৈল ইউনিয়নে আব্দুল মোমেন  (নৌকা), হাটশহরিপুর ইউনিয়নে শম্পা মাহমুদ (নৌকা), ঝাউদিয়া ইউনিয়নে কেরামত আলী ( স্বতন্ত্র ) ও উজানগ্রাম ইউনিয়নে  সাবু বিন ইসলাম (নৌকা)।

অপরদিকে কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ৪টিতে স্বতন্ত্র ও ১টিতে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন- চরসাদিপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন (নৌকা), বাগুলাট ইউনিয়নে আলাউদ্দিন খান (স্বতন্ত্র ), চাঁদপুর ইউনিয়নে রাশিদুজ্জামান   (স্বতন্ত্র ), চাড়া ইউনিয়নে মনির হাসান রিন্টু (নৌকা), যদুবয়রা ইউনিয়নে শরিফুল ইসলাম (নৌকা), জগন্নাথপুর ইউনিয়নে ফারুক আহম্মেদ খান  (নৌকা), কয়া ইউনিয়নে জিয়াউল হক স্বপন ( স্বতন্ত্র ), নন্দলালপুর ইউনিয়নে নওশের আলী  (নৌকা), পান্টি ইউনিয়নে হাফিজ উদ্দিন (বিএনপি ), সদকী ইউনিয়নে আব্দুল মজিদ  (স্বতন্ত্র ) ও শিলাইদহ ইউনিয়নে সালাউদ্দিন খান তারেক ( নৌকা)।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top