সকল মেনু

‘ মুখোমুখি হওয়ার কারণ নেই সংসদ ও বিচার বিভাগ’

Anisul1462690060নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জাতীয় সংসদে দেওয়া সংসদ সদস্যদের বক্তব্যকে আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এসব বক্তব্যের কারণে সংসদ ও বিচার বিভাগের মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন তিনি।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়ের নিন্দা জানিয়ে সংসদে এর তীব্র সমালোচনা করেন সংসদ সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top