সকল মেনু

সালথায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

Chairman-Candidateসালথা প্রতিনিধি: ৫ম ধাপে ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮জনসহ ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আজ বুধবার স্ব-স্ব রিটারনিং অফিসারের কার্যলয়ে এ বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ ফারুকউজ্জামান (ভাওয়াল), মোঃ শহীদুল হাসান খান সোহাগ (আটঘর), হাবিবুর রহমান লাবলু (গট্টি), মোঃ খায়রুজ্জামান (সোনাপুর), মোঃ আফছার উদ্দীন মাতুব্বার (মাঝারদিয়া), মোঃ আশরাফ আলী (রামকান্তপুর) আঃ রব মোল্যা (যদুনন্দী) ও মোঃ নুরুল ইসলাম (বল্লভদি)সহ সতন্ত্র, বিএনপি ও অন্য দলের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে।

স্ব-স্ব রিটারনিং অফিসারের কায়লয়ে এ মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। নিয়োগপ্রাপ্ত ৪ জন রিটারনিং অফিসার জানান, বাছাইতে কোন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। উল্লেখ্য, উপজেলায় নিয়োগ প্রাপ্ত ৪ জন রিটারনিং অফিসার ২২ এপ্রিল শুক্রবার সকালে এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন । তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল থেকে ০৩ মে মনোনয়নপত্র জমা দেন। ০৪ ও ০৫ মে মনোনয়নপত্র বাছাই করার তারিখ। ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top