সকল মেনু

নেত্রকোনায় রথযাত্রা উৎসব শুরু

IMG_2619নেত্রকোনাপ্রতিনিধি:নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বুধবার শুরু হয়েছে। দুপুরে শহরের নরসিংহ জিউর আখড়ায় পুজা অর্চনার মধ্য দিয়ে কৃষ্ণ ভক্তরা ৯ দিন ব্যাপী এই উৎসব শুরু করেন। এ উপলক্ষে আখড়া প্রাঙ্গনে হস্তশিল্প, খেলনা সামগ্রীসহ নানা পন্যের পসরা সাজিয়ে মেলা বসেছে। উৎসবে শতশত কৃষ্ণ ভক্ত যোগ দেন।

এদিকে জেলা শহরের সাতপাই এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আশ্রম প্রাঙ্গনেও শুরু হয়েছে রথযাত্রা উৎসব।

নরসিংহ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক রঞ্জিত সাহা জানান, আগামী ১৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top