সকল মেনু

৯ মে বৃহত্তর চট্টগ্রামে সোমবার পরিবহন ধর্মঘট

CTG1462540552চট্টগ্রাম প্রতিনিধি :  আগামী ৯ মে সোমবার বৃহত্তর চট্টগ্রামের সব রুটে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চলাচলে আদালতের রায়ের পরও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) তা অবমাননা করছে অভিযোগ এনে ওই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতারা।
ধর্মঘটের অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম জেলা ও শহর, কক্সবাজার জেলা এবং তিন পার্বত্য জেলায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে আগামী ১ মাসের মধ্যে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা নিবন্ধন প্রদানসহ ৬ দফা কার্যকরের দাবি জানানো হয়। তা না হলে লাগাতর ধর্মঘট আহ্বান করার ঘোষণাও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।

তিনি জানান, আমাদের ফেডারেশনের আওতাভুক্ত ৪৩টি শ্রমিক সংগঠন রয়েছে। ধর্মঘটের সমর্থনে এসবের অন্তর্ভুক্ত সব ধরনের গাড়ি চলাচল সোমবার বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা হাজি রুহুল আমিন, রবিউল মাওলা, অলি আহমদ, মোহাম্মদ হারুন, আবদুস ছবুর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top