সকল মেনু

গরমে চুলের যত্ন

৪লাইফস্টাইল ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৫ মে : গ্রীষ্মে প্রখর রোদ, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি  ও ধূলা-বালির কারণে চুল হয়ে পড়ে রুক্ষ, শুষ্ক  ও প্রাণহীন। তাই এসময় চুলের যত্নে সচেতন হওয়া উচিত। কিছু দিক মেনে চললেই খুব সহজেই গ্রীষ্মের ক্ষতির হাত থেকে চুলকে রক্ষা করা যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক চুলকে সুস্থ রাখতে কোন কোন বিষয় বিবেচনা রাখতে হবে।

* চুলকে সুর্যের ক্ষতিকারক রশ্মি ও ধূলাবালি থেকে মুক্ত রাখতে বাইরে বের হওয়ার সময় চুল স্কার্ফ দিয়ে ঢেকে বের হন। আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন।

* গরমে অনেকের চুল ঘেমে যায়। আর এজন্য অনেকে প্রতিদিনই শ্যাম্পু করে থাকেন। কিন্তু চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যাবে।

* ভেজা চুল শুকানের জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর ব্যবহার করতে হলেই মাথার ত্বক থেকে দূরে রাখতে হবে।  আর বেশিক্ষণ এক জায়গায় তাপ দেয়া যাবে না।

* যেসব শ্যাম্পু ও কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে, সেগুলো ব্যবহার করতে হবে।

* চুলের স্বাস্থ্য ঠিক রাখেত সপ্তাহে অন্তত দুইবার চুলে তেল দিতে হবে।

* ৫-৬ সপ্তাহ পর পর ফেটে যাওয়া চুলের ডগা ছেঁটে রাখুন।

* প্রচুর পরিমাণ পানি পান করুন। এতে আপনার মাথার ত্বক সজীব থাকবে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top