সকল মেনু

ফাঁসি কার্যকর রিভিউয়ের রায় প্রকাশের পর : অ্যাটর্নি জেনারেল

atorni11462428335নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকারের সিদ্ধান্তে জেল কর্তৃপক্ষ ফাঁসির রায় কার্যকর করবে।

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন।

সংক্ষিপ্ত নাকি পূর্ণাঙ্গ রায়ের পর সাজা কার্যকর হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত ইচ্ছা করলে শর্ট অর্ডার (সংক্ষিপ্ত আদেশ) দিতে পারেন। আর যদি মনে করেন পূর্ণাঙ্গ রায় দেবেন সেটাও দিতে পারেন। তবে এর আগে দু-একটি মামলায় শর্ট অর্ডার চেয়েছিলাম, আদালত তা দেয়নি। তাই আমরা শর্ট অর্ডার চাইনি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই রায় প্রকাশিত হবে।’

এখন এই রিভিউয়ের রায় প্রকাশের পর রিভিউ খারিজ হওয়ায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহবুবে আলম বলেন, ‘জেল কর্তৃপক্ষের কাছে এখন এই রিভিউয়ের রায় যাবে। এরপর জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কখন দণ্ড কার্যকর করা হবে। দিনক্ষণ ঠিক করবে সরকার, আর দণ্ড কার্যকর করবে জেল কর্তৃপক্ষ। তবে এর আগে মতিউর রহমান নিজামী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে চান, সেই সুযোগ তিনি পাবেন।’

মৃত্যুদণ্ড বহাল থাকা সংক্রান্ত রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আদালত পাবনা জেলার কয়েকটি গ্রামে হত্যাকাণ্ড ও বুদ্ধিজীবী হত্যাসহ তিনটি অভিযোগে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ে দেশবাসীর মতো আমরাও আনন্দিত।’

আজ বেলা সাড়ে ১১টায় নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top