সকল মেনু

পানি পানের পর দিলেন ৬টি সোনার বার

৩২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৪ মে : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর পেটের ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটকের পর পানি পান করানো হয়। তাকে হাঁটানোর আড়াই ঘণ্টা পর টয়লেট সেরে তিনি ছয়টি সোনার বার বের করেন।

নূর আলম নামে ওই যাত্রী খুলনার জাকির খানের ছেলে।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, নূর আলম মালয়েশিয়া থেকে আসা ওডি ১৬২ ফ্লাইটে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা পৌঁছান। বিমানবন্দরের ৬ নম্বর বেল্টের কাছাকাছি এলে গোয়েন্দাদের তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো জানান, এরপর তাকে পানি পান করিয়ে, কাস্টমস হলে হাঁটানো হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর ১ নম্বর বেল্টের টয়লেটে গিয়ে নূর আলম তিনটি সবুজ প্যাকেটে মোড়ানো ছয়টি সোনার বার গোয়েন্দাদের কাছে দেন। এর বাইরে তার কাছে আরও একশ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়।

মইনুল খান বলেন, তার কাছ থেকে মোট ৭০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top