সকল মেনু

ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিচ্ছে জাপান

৪১আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৪ মে : ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিতে সম্মত হয়েছে জাপান। প্রশান্ত মহাসাগরীয় দেশ দুটির মধ্যে পূর্ব শত্রুতা থাকলেও চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব দেশ দুটির মধ্যে ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখছে। সামরিক বিমান ভাড়া দেয়া দ্বিপাক্ষিক সম্পর্কে গভীরতার একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি ও ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভলতেয়ার গাজমিনের মধ্যে টেলিফোনে আলাপের পর সোমবার উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ফিলিপাইনকে পাঁচটি পর্যন্ত টিসি-৯০ প্রশিক্ষণ বিমান ভাড়া দেবে টোকিও। একই সাথে পাইলট ও বিমান মেকানিকদের প্রশিক্ষণেও সহায়তা করবে তারা।

উল্লেখ্য, জাপান এ প্রথম অন্য কোন দেশকে তার বিমান ভাড়া দিচ্ছে। অস্ত্র রফতানির ওপর থেকে স্বআরোপিত নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেয়ার পরই জাপান এমন কাজ করল। সূত্র: এএফপি

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top