সকল মেনু

তালাবদ্ধ কেবিন থেকে টিভি ‘উধাও’

২.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩ মে : কেবিনের বাইরে তালা, কিন্তু ভেতর থেকে এলইডি টেলিভিশন উধাও! এমনকি সংশ্লিষ্ট কেউ বলতেও পারছেন না কোথায় আছে টেলিভিশনটি।

এমনই ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতাল নতুন ভবনের ১০ তলার কেবিন ব্লকে। সোমবার ওই ভবনের ১০৮ নম্বর কক্ষের তালা খুলে এমনটাই দেখতে পান হাসপাতালের কর্মীরা।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. সিরাজ জানান, সকালে কেবিন  পরিদর্শনে গিয়ে কক্ষের তালা খোলা হয়। কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা যায় টেলিভিশনটি নেই। ৩২ ইঞ্চি টিভিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরাদ্দ দেয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমি বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানাই। পরে এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি (নম্বর-৯৫) করা হয়েছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে হাসপাতালে এতো নিরাপত্তার মধ্যে টেলিভিশন খোয়া যাওয়ায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top