সকল মেনু

হজ নিবন্ধন শুরু ১০ মে

৪৬নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩ মে : প্রাক-নিবন্ধন শেষে ১০ মে থেকে শুরু হবে হজের মূল নিবন্ধন কার্যক্রম, যা চলবে ২৬ মে পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের এক লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর মাধ্যমে অনুমোদিত ব্যাংকে জমা দিতে হবে, এরপর পিলগ্রিম আইডি দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক-নিবন্ধনের পর বেসরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের নিবন্ধনকার্য ১০ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে।

গত ২৩ মার্চ হজের প্রাক-নিবন্ধন শুরুর এক সপ্তাহের মধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা শেষ হয়। তবে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন এখন চলছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৩ হাজার ৪০০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪ জন হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top