সকল মেনু

তনুর গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত

৮নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ এপ্রিল : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর চেহলাম (মৃত্যুর ৪০তম দিনে দোয়া অনুষ্ঠান) শুক্রবার তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা চেহলাম উপলক্ষে তাদের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তনুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মির্জাপুর গ্রাম মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল। দোয়া শেষে সেখানে স্থানীয় এতিমখানার ছেলেসহ দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

তনুর বাবা ইয়ার হোসেন জানান, মির্জাপুর গ্রামের বাড়িতে তনুর জন্য মিলাদ পড়ানো হয়। সেখানে আড়াই শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে তনুর মা আনোয়ারা বেগম, দুই ভাই নাজমুল হোসেন ও আনোয়ার হোসেনও গ্রামের বাড়িতে যান। সেখানে তাদের অন্যান্য আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছে থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top