সকল মেনু

প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের গবাদি পশু পালন প্রশিক্ষণ সম্পন্ন

images (7)কাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগীতায় ২ দিন ব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমলা ইউনিয়নের চেয়ারম্যান ডা. মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থাকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আক্কাস আলী, আমলা ইউপির সদস্য হযরত আলী, হাসিনা খাতুন, আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং ট্রেনার সেলিম রেজা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হাবিবুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন শাহানা পারভীন। এর আগে নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগীতায় সোমবার ও মঙ্গলবার ২ দিন ব্যাপী ২২ জন প্রতিবন্ধীকে গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ এবং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সাবেক সভাপতি ময়েজ উদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top