সকল মেনু

মে দিবসে দুই দিনব্যাপী কর্মসূচি

১১নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৮ এপ্রিল : মহান মে দিবস-২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

এর মধ্যে ১ মে বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার জানান, মহান মে দিবসের শুরুতে সকাল সাড়ে ৭টায় রাজউক এভিনিউয়ে শ্রম ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হবে। র্যা লিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে। প্রতিমন্ত্রীর নেতৃত্বে র্যা লিতে জনপ্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিক নেতারা অংশ নেবেন।

এরপর বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সভাপতিত্ব করবেন। এরপর আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

দিবসের দ্বিতীয় দিন ২ মে সকাল ও বিকেলে জাতীয় প্রেসক্লাবে দু’টি সেমিনার অনুষ্ঠিত হবে। সকালে বিলস ও কর্মজীবী নারীর ব্যবস্থাপনায় ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ভূমিকা’ শীর্ষক ও বিকেলে ব্লাস ও সেইফ অ্যান্ড রাইটস সোসাইটির ব্যবস্থাপনায় ‘নিরাপদ কর্মক্ষেত্র: পোশাক কারখানা ভবন সংস্কারে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও বাংলাদেশ টেলিভিশনে মে দিবস উপলক্ষে ত্রিপক্ষীয় টকশো’ অনুষ্ঠিত হবে। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সচিব বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতিসহ অন্য অতিথিরা অংশ নেবেন।

অন্যদিকে, মে দিবসে জাতীয় পর্যায়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top