সকল মেনু

ডায়াল করুন আইনি সহায়তা পেতে ১৬৪৩০ নম্বরে

 PM12-md20160428111755জ্যেষ্ঠ প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: নাগরিকদের যথাযথ আইনি সহায়তা দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হল জাতীয় হেল্পলাইনের। এখন থেকে ১৬৪৩০ নম্বরে ডায়াল করলে দেশের সব নাগরিক আইনি সহায়তা পাবেন। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেল্পলাইনের উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, এই হেল্পলাইনে ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকরা।

প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষ বিচার পান না, অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তায় এই কর্মসূচি চালু করেছে সরকার। এসব বন্দিদের তালিকা করে আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। মামলার জট নিরসনে অতিরিক্তি বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top