সকল মেনু

যেভাবে র‌্যাং কিংয়ে পাঁচ বাংলাদেশ

২.ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৬ এপ্রিল : আইসিসি’র ওয়ানডে র‌্যাং কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাং কিংয়ে সাতে উঠেছিল টাইগাররা।  এরপর আর কোনো ওয়ানডে সিরিজ না খেলেই এবার র‌্যাং কিংয়ে আরো দুই ধাপ উপরে উঠে এলো মাশরাফির দল।  আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বছরের একটা পর্যায়ে র‌্যাং কিংয়ের হালনাগাদ করে। সর্বশেষ হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে টপকে র‌্যাং কিংয়ে এগিয়ে গেলো লাল-সবুজ বাহিনী।  ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।  আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন এ খবর।  র‌্যাং কিংয়ে উন্নতি যেভাবে: হালনাগাদ করার সময় গত এক বছরের সবক’টি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করে আইসিসি।  হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ পড়েছে তাই র‌্যাং কিংয়ে।  গত বছরের আগে বাংলাদেশের পারফরম্যান্স ও র‌্যাং কিংয়ের অবস্থান তলানিতে ছিল। পক্ষান্তরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পারফরম্যান্স ছিলো বাংলাদেশের চেয়ে যথেষ্ট ভালো। কিন্তু ২০১৫ সালে দল দুটির বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ হালনাগাদে র‌্যাং কিংয়ে পিছিয়ে পড়লো শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top