সকল মেনু

জব্বারের বলীখেলায় অংশ নিচ্ছে ২শ’ বলী

২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ এপ্রিল : রোববার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১০৭ তম আসর। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে সিটি করপোরেশন এবং জেল রোড থেকে শহীদ মিনার পর্যন্ত বসবে এই মেলার আসর।

তবে আয়োজনের মূল আকর্ষণ বলীখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল। ওইদিন বিকেল সাড়ে তিনটা থেকে লালদীঘি ময়দানে শুরু হবে এই শত বছরের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।

আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটি এই আয়োজনে রয়েছে। এতে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির নেতৃবৃন্দ এবং গ্রামীণফোনের কর্মকর্তারা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top