সকল মেনু

তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৭ শতাংশ, আওয়ামী লীগ ৩৫৩, বিএনপি ৫৭

১নংনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ এপ্রিল : তৃতীয় ধাপের ৫২২টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদের ফল নির্বাচন কমিশনে পৌঁছেছে। এরমধ্যে ৩২৪টি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি ৫৭টি ইউপিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ১২১ ইউপিতে বিজয়ী হয়েছেন। এর বাইরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৯ প্রার্থী আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে করে ৫৫১ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৩৫৩টিতে জয়ী হয়েছেন।শনিবার ৬১৪ ইউপিতে তৃতীয় ধাপের ভোট হয়।

রোববার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনে ভোটের ফল আসা এসব ইউপির মধ্যে ৩২৪টিতে নৌকা প্রতীকের জয়ের বিপরীতে বিএনপির ধানের শীষ জিতেছে ৫৭টিতে। স্বতন্ত্র হিসেবে ভোট করে জয় পেয়েছেন ১২১ জন।এই ধাপে ২৯ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক জয়ী হওয়ায় এখন পর্যন্ত এই ধাপে আওয়ামী লীগের ৩৫৩ জন চেয়ারম্যান হয়েছেন।এর বাইরে জাতীয় পার্টির ১০ প্রার্থী এবং জাসদের একজন ইউপি চেয়ারম্যান হয়েছেন এই ধাপে। শনিবার  দেশের ৪৮ জেলার ৬১৪ ইউনিয়ন পরিষদে ভোট হয়। প্রায় সব ইউপিতে  ভোটে অনিয়ম, কারচুপির অভিযোগ করেছে বিএনপি। সেগুলোতে ফল বাতিল করে পুনর্নিবাচনের দাবি তুলেছেন তারা।

ইসি কর্মকর্তারা জানান, তৃতীয় ধাপের  ভোটের ৫৮টি ইউপির ফল এখনও আটকে আছে, সেগুলো পর্যায়ক্রমে আসছে। পার্বত্য এলাকার আটটি ইউপির ফল তথ্য কয়েকদিন পরে আসবে।তবে সন্ধ্যার মধ্যেই অধিকাংশ ইউপির ফল চলে আসবে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

ইসি  থেকে পাওয়া প্রাথমিক ফলাফলের তথ্য পর্যালোচনায়  দেখা  গেছে, ৫২২ ইউপির ৯৩ লাখ ২০ হাজার ১৯৪ ভোটের মধ্যে শনিবার ৭১ লাখ ৯৩ হাজার ৮৬৪ ভোট পড়েছে। ভোটের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ১৯ শতাংশ।এসব ভোটের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ১৫১টি ভোট বাতিল হয়েছে নানা ত্রুটির কারণে।

ক্ষমতাসীন দলের প্রার্থীরা ৪৫ দশমিক ১ শতাংশ ভোট  পেয়েছেন, তাতে ৩২ লাখের বেশি ভোট পড়েছে নৌকায়।অপরদিকে বিএনপি প্রার্থীদের পক্ষে  ভোট পড়েছে ২০ দশমিক শূন্য ৯ শতাংশ। অর্থাৎ ১৪ লাখের বেশি ভোট পড়েছে ধানের শীষে।স্বতন্ত্র প্রার্থীরা ২১ লাখের বেশি ভোট পেয়েছেন।ইউপি নির্বাচনের প্রথম ধাপে ৭৪ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ  ভোট পড়ে। ওই দুই ধাপে আওয়ামী লীগের ১০০১ ইউপির বিপরীতে বিএনপির জয় এসেছে ১০৮টিতে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, প্রাথমিক ফলাফলের বার্তার শিট নির্বাচন কমিশনে পাঠাচ্ছে রিটার্নিং কর্মকর্তারা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top