সকল মেনু

সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্রিটেনের ইইউতে থাকা জরুরি: ওবামা

৫০আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৩ এপ্রিল : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকলে ব্রিটেন আরো কার্যকরভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে এক নিবন্ধে ওবামা লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নে থাকার ফলে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ব্রিটেনের প্রভাব বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ইইউ থেকে কর্মসংস্থান, বাণিজ্য, নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা পেয়েছে ব্রিটেন।

ওবামা এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেখানে গিয়েছেন তিনি।

তবে ওবামার এই লেখার জবাবে ব্রিটিশ রাজনীতিক বরিস জনসন সান পত্রিকায় লিখেছেন, ওবামার দৃষ্টিভঙ্গি হচ্ছে ‘আমি যা বলি তাই কর, আমি যা করি তা নয়’। বরিস জনসনকে ইইউ ত্যাগ করার সবচেয়ে বড় সমর্থক হিসেবে মনে করা হয়। সূত্র: বিবিসি
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top