সকল মেনু

প্রাইভেসি বিতর্কে কেউই পুরোদস্তুর সঠিক নয়: গেটস

৯আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২১ এপ্রিল : ডিজিটাল প্রাইভেসি নিয়ে চলমান বিতর্কে কেউই ‘পুরোদস্তুর সঠিক’ নয় বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সরকারি সংস্থাগুলোর ডেটা প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সরকার কোনো প্রতিষ্ঠানকে গ্রাহকদের তথ্য গোপনে চাওয়ার স্বাধীনতা রাখে- এই বিষয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের করা মামলায় মাইক্রোসফটকে সমর্থন জানিয়েছেন তিনি।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু কিছু মামলা থাকতে পারে যেখানে কোনো প্রতিষ্ঠানের ইমেইলের তথ্য সম্পর্কে জানতে সরকারের সক্ষম হওয়া উচিত।’

গেটস বলেন, ‘কিন্তু মাইক্রোসফট এই মামলাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যা অসাধারণ, এটা এমন কোনো ব্যাপার হওয়া উচিত না যে এখানটায় স্বয়ংক্রিয় ভাবে গ্রাহকের কাছে বিষয়টি গোপন রেখে আদেশ মেনে নিতে হবে।’

চলতি সপ্তাহের আগের সপ্তাহে সিয়াটল-এ (যে শহরে মাইক্রোসফটের যাত্রা শুরু) একটি মামলা করে মাইক্রোসফট। এ মামলায় প্রতিষ্ঠানটির দাবি, মাইক্রোসফটের কয়েক হাজার গ্রাহকের ইমেইল আর অন্যান্য তথ্য জানতে চেয়ে আর এই বিষয়ে গ্রাহকদের জানাতে মানা করে মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছে। স্যান বার্নার্ডিনো-এর আইফোন আনলক নিয়ে সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপলের মামলা নিষ্পত্তির পর চলমান বিতর্কের মাঝেই এমন পদক্ষেপ নিল মাইক্রোসফট।

আইনশৃংখলা প্রণয়নকারী সংস্থা আর প্রাইভেসিবিষয়ক বিশেষজ্ঞদের মধ্যে আরও সমন্বয়ের মাধ্যমে সরকারের প্রাইভেট ডেটা অ্যাকসেস বিষয়ে কোনো আইনি কাঠামো … সঠিক ভারসাম্য আনবে’ তা ঠিক করা যেতে পারে বলে মত দিয়েছেন গেটস।

তিনি বলেন, ‘আমি মনে করি না, পুরোদস্তুর ঠিক কেউ আছেন যিনি মনে করেন সরকারের সব পাওয়ার অধিকার আছে বা কিছুই পাওয়ার অধিকার নেই।’
খবর বিডিনিউজের।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top