সকল মেনু

স্কুল-কলেজের ছুটি কমলো ১৭ দিন রমজানে-শিক্ষামন্ত্রী

image_42715হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: হরতাল ও রাজনৈতিক সহিংসতার ক্ষতি পুষিয়ে নিতে স্কুল-কলেজে রোজার ছুটি ১৭ দিন কমিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ২০১৩ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে ছুটি পুনর্নির্ধারণ করেছে।আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ জুলাই থেকে ১২ আগস্ট পযর্ন্ত রোজা, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল। 

ছুটি কমিয়ে তা ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পযর্ন্ত করা হয়েছে। ২৬ জুলাই পর্যন্ত ক্লাস চলবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন কারণে ক্লাস অনেক কম হয়েছে। এজন্য রমজানের ছুটি কমিয়ে আনা হয়েছে।
ক্লাসের ক্ষতি ছাড়াও বিএনপি সহ বিরোধী দলের হরতালের কারণে এসএসসিতে ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এইচএসসিতে পিছিয়ে যায় আরও ৪১টি বিষয়ের পরীক্ষা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top