সকল মেনু

ঢাবিতে নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা

৩নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২১ এপ্রিল : স্নায়ুতন্ত্র বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে।

নব প্রতিষ্ঠিত এই সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম সভা বুধবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমানসহ জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানুষের স্নায়ুতান্ত্রিক সমস্যা সমাধানে বিশ্বমানের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান। নব-প্রতিষ্ঠিত এই সেন্টার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top