সকল মেনু

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

index ডিজার হোসেন বাদশা পঞ্চগড় প্রতিনিধি : জেলার ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক কৃষক আহত হয়েছেন।

বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ময়নাগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ওই এলাকার কাকপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

আহত দেলোয়ারকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার দুপুর আড়াই টায় সীমান্তের কাছে করতোয়া নদীর চরে নিজের আবাদ করা বোরো ধান কাটতে যায়। এ সময় ভারতের ব্রাহ্মণবস্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়লে বাম উরুতে গুলিবিদ্ধ হন তিনি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বলেন, ‘ঘটনাস্থলে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। তবে কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এ নিয়ে বিকেল সাড়ে ৪টায় বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহ্বান করে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top