সকল মেনু

গানই অন্ধ নিরঞ্জনের অবলম্বন

48863763-ba21-4d59-8f5d-bdcb5a60efde গোলাম মোস্তফা রাঙ্গা: ‘‘একশ টাকা, পাঁচশত টাকা, হাজার টাকা চাই না একটি টাকা দাওনা আমায় ও ভাই পয়সাওয়ালা’’- এভাবেই প্রতিদিনের মত ১৩ এপ্রিলও লালমনিরহাট হতে সান্তাহারগামী পদ্মরাগ মেইল ট্রেনে গান গেয়ে উপার্জন করা চেষ্টা করছিলেন গাইবান্ধার পূর্ব পাড়ার নিরঞ্জন। ১৯৯৫ সালে এসএসসি পাশ করে জেলা রেজিষ্ট্রি অফিসে মাস্টাররোলে পিয়ন হিসাবে চাকুরী শুরু করেছিলেন। এরপর ১৯৯৮ সালে টায়ফয়েট জ্বরে আক্রান্ত হয়ে দু-চোখেই নষ্ট হয়ে যায়। সেই থেকে এখন তিনি গান গেয়ে মানুষকে আনন্দ দিয়ে উপার্জন করার চেষ্টা করে যাচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top