সকল মেনু

রূপগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

৩.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৩ এপ্রিল : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্বাচনী গণসংযোগের সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের (৩৫) মৃত্যু হয় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান।

জাহাঙ্গীর মঙ্গলখালী এলাকার ইলিয়াছ আলীর ছেলে ও আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছের সমর্থক। সোমবার রাত ৯টায় মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আলমাছ ও বিদ্রোহী’ প্রার্থী আব্দুল জাব্বারের লোকজন গণসংযোগে নামে। এ সময় উভয় পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে বড়ভিটা এলাকার জাহাঙ্গীর আলম, মাসুদ মিয়া, রাজু মিয়া, শাকিল মিয়া, শরিফ মিয়া, মিজানুর রহমান, আমজাদ হোসেনসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top