সকল মেনু

দিল্লিতে বাঘ সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু

৪৭নিউজ ডেস্ক, হটনিউজ২৩বিডি.কম ১৩ এপ্রিল : ভারতের রাজধানী নতুন দিল্লিতে এশীয় বাঘ সুরক্ষা সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সম্মেলন উদ্বোধনের সময় বাঘ সংরক্ষণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের একটি যৌথ প্রতিবেদন উপস্থাপন করেন নরেন্দ্র মোদী ও আনোয়ার হোসেন মঞ্জু।

বাংলাদেশ ও ভারতসহ চীন, কম্বোডিয়া, লাওস ও মালয়েশিয়ার মন্ত্রী ও সরকারি ও বেসরকারি সংস্থার বহু ডেলিগেট সম্মেলনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন উদ্বোধন করেন।
বাঘ সংরক্ষণ বিষয়ে ২০১১ সালের সেন্ট পিটার্সবার্গ ঘোষণা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে দুই দিনের এই সম্মেলনে।

সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাত করেন বনমন্ত্রী।
হটনিউজ২৩বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top