সকল মেনু

জ্যেষ্ঠ সচিব হলেন ৪ জন

৫০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ এপ্রিল : চার জন সচিবকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এরা হলেন- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আব্দুর রব হাওলাদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে তাদেরকে পদোন্নতি দিয়ে আগের দফতরেই পদায়ন করেছে। এই চার জনকে নিয়ে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা বেড়ে ১৪ হলো।

২০১২ সালে ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করে সরকার। অষ্টম বেতন কাঠামোতে সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা নির্ধারিত থাকলেও জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন ধরা হয়েছে ৮২ হাজার টাকা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top