সকল মেনু

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে নিহত ১, আটক ৭

৪০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ এপ্রিল : টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নূর হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, বাবনাপাড়া গ্রামের নূর হোসেনের সঙ্গে প্রতিবেশী ঘটক দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত ৮ শতাংশের একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পুকুরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই দুলাল ও তার আত্মীয়স্বজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নূর হোসেনের বাড়িতে হামলা চালায়।

এ সময় নূর হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে মারাত্মক আহত করে। এতে নূর হোসেনসহ ৫ জন আহত হন।

পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন, আওলাদ ব্যাপারি ও সোহেলকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে নূর হোসেন মারা যান।

এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top