সকল মেনু

টাঙ্গাইলে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৫

৪৬নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ এপ্রিল : জেলার পৌর এলাকায় তরমুজ খেয়ে ফাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ হয়ে পড়েছেন ফাহিমের পরিবারের আরো পাঁচ সদস্য।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ফাহিম পৌর এলাকার চরকাগমারা গ্রামের বাবু মিয়ার ছেলে।

অসুস্থদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ফাহিমের বাবা বাবু মিয়া ও দাদা মোমিন।

টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল ফকির জানান, শনিবার সন্ধ্যায় মোমিন বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। রোববার বিকেলে সেই তরমুজটি পরিবারের সবাই এক সঙ্গে খান তারা। এর পরপরই শিশু ফাহিমসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরো জানান, অসুস্থ ছয়জনকে উদ্ধার করে প্রতিবেশীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। অসুস্থ বাকি পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top