সকল মেনু

নগরকান্দায় শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

e554d7ac-bc1a-4ae8-9551-0e6755870520 লিয়াকত হোসেন , নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সরকারী গাছ কাটার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনতা ।জানা গেছে গত ২৭ মার্চ উপজেলা সদরে অবস্থিত শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারী জায়গায় প্রায় লক্ষাধীক টাকা মুল্যমানের দুইটি রেইনট্রি গাছ উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মিয়া অনিয়ম ভাবে কেটে ফেলে। এরই প্রতিবাদে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, কাজী আবুল কালাম, আরিফ হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আ’লীগের সদস্য হানিফ রানা, স্বেচ্ছা-সেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ও শহর যুবলীগের সভাপতি নিমাই সরকার, কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু, এম আই আজাদ, বাবলু মাতুব্বর, আ’লীগ নেতা মঈদুল ইসলাম লিখন, শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন, উপজেলা
ছাত্রলীগের সভাপতি মীর আল অমিন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমূখ। বক্তারা বক্তব্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে দূর্নিতীবাজ শিক্ষক মাহবুব মাষ্টারের পদত্যাগ ও গ্রেফতারের দাবী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top